ইনদওরে কাকের মৃত্যুতে আগেই সন্দেহ হয়েছিল৷ তাদের মধ্যে পাওয়া ঘাতক বার্ড ফ্লু-র (Bird flu) ভাইরাস৷ এই খবর সরকারিভাবে স্বীকার করে নিয়েছে মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh Government)৷
এরপর থেকে রাজ্য জুড়ে বার্ড ফ্লু-র অ্যালার্ট জারি করা হয়েছে৷ মধ্যপ্রদেশের জন সম্পর্ক বিভাগের পক্ষ থেকে জারি করা বয়ান অনুযায়ি কাকেদের মৃত্যুর কারণ জানার পর তা নিয়ন্ত্রণ করতে পশু পালন মন্ত্রী প্রেম সিং পটেল নির্দেশ দিয়েছে৷ পাখিদের মৃত্যু আটকাতে ভারত সরকারের জারি করা নির্দেশ পালন করার কথা বলা হয়েছে৷এর পাশাপাশি পোলট্রি উৎপাদক বাজার, ফার্ম, জলাশয়ের পাখি এবং পরিযায়ি পাখিদের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে৷ সব নমুনা এক করে ভোপালে পাঠানো হচ্ছে৷
