টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিল কিংস ইলেভেন পঞ্জাব। ফলে, মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করবে। আর রোহিত শর্মা জানিয়ে দিলেন যে বোর্ডে বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামছে তাঁর দল।
পয়েন্ট তালিকায় অবশ্য দুই দলের মধ্যে কোনও ফারাক নেই। লোকেশ রাহুলের কিংস ইলেভেন রয়েছে ছয়ে। সাতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিন ম্যাচে দুই দলই জিতেছে এক বার, পয়েন্ট দাঁড়িয়ে দুইয়ে। দুই দলই হেরেছে দুটো করে ম্যাচ।
মুম্বই ও পঞ্জাব দুই দলেরই শক্তি ব্যাটিংয়ে। কিন্তু ডেথ ওভার বোলিংয়ে দুর্বলতা রয়েছে উভয় দলেরই। হার্দিক পান্ড্য়র বল করতে না পারা যেমন ভোগাচ্ছে মুম্বইকে। পাঁচ বিশেষজ্ঞ বোলারের উপর পড়ে যাচ্ছে চাপ। তবে মুম্বই দলে কোনও পরিবর্তন করেনি। পঞ্জাব দলে হয়েছে একটিই পরিবর্তন। কৃষ্ণাপ্পা গৌতম এসেছেন মুরুগান অশ্বিনের পরিবর্তে।
