শনিবার স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় পরপর দুটি বড় খবর ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর ঘোষণা কয়েক মিনিট যেতে না যেতেই এবার অবসর ঘোষণা করলেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও ৷ ধোনির মতো তিনিও ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণার সিদ্ধান্ত জানান ৷
ইনস্টাগ্রামে রায়না লিখেছেন, ‘তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। অত্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই জার্নিতে চলতে চাই আমি। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।’

এর আগে সোশ্যাল মিডিয়ায় ৪ মিনিটের ভিডিয়ো আপলোড করেন মাহি। সেখানে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। যার ফলে এক অধ্যায়ে সমাপ্তি ঘটল।
বিশদে আসছে….