আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। সূত্রের খবর, সিএসকের (CSK) সঙ্গে বেশ কয়েকজন করোনার কবলে পড়েছেন। এদের মধ্যে একজন ক্রিকেটার এবং একাধিক সাপোর্ট স্টাফ রয়েছেন। মূলত সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত এঁরা। সিএসকে সূত্রের খবর, আক্রান্তরা প্রত্যেকেই ভাল আছেন। এবং তাঁদের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। ইতিমধ্যেই আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
তবে দলের কোন কোন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা সম্ভব হয়নি৷ সূ্ত্রের খবর, দলের কয়েকজন নেট বোলার এবং সাপোর্ট স্টাফদের রিপোর্ট পজিটিভ এসেছে৷ দলের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় শুক্রবারই গোটা দলের চতুর্থ বার করোনা পরীক্ষা করা হয়েছে৷অনুশীলন শুরুর আগে প্রতিটি দলেরই তিন বার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিল বিসিসিআই৷
উল্লেখ্য, ৬ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে দুবাইয়ে আজ থেকেই অনুশীলনে নামার কথা ছিল চেন্নাই সুপার কিংস-সহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। কিন্তু আরসিবি, কিংস ইলেভেনের মতো দল অনুশীলনে নামলেও ধোনির দল নামেনি।
