১ সেপ্টেম্বর থেকে চতুর্থ পর্যায়ের আনলক চালু হচ্ছে দেশে। শনিবারই তার গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইনে বলা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব কনটেনমেন্ট জোনে লকডাউন চালু থাকছে।
এই গাইডলাইনে আরও বলা হয়েছে, কনটেনমেন্ট জোনে লকডাউন জারি থাকলেও তার বাইরে কোনও সম্পূর্ণ লকডাউন জারি করা যাবে না। ডিস্ট্রিক্ট কালেকটরদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সংশ্লষিহত ওয়েবসাইটে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়।
কোন কনটেনমেন্ট জোন নতুন যুক্ত হল, কোনটা বাদ গেল, সেই তথ্যও দিতে হবে ওয়েবসাইটে। জেলার মধ্যে যানবাহন চলাচলে কোনও নিয়ন্ত্রণ আর থাকছে না। যাতায়াত করার ক্ষেত্রে আলাদা করে কোনও অনুমতি, ই-পারমিট লাগবে না।
