গরু ও কয়লা পাচার কান্ডে এবার রাজ্যের তিন আইপিএস অফিসারকে নোটিশ দিলো সিবিআই। চলতি সপ্তাহেই তাদের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। যে তিন জন আইপিএস কে তলব করা হয়েছে, তারা হলেন অংশুমান সাহা, তথাগত বসু ও কল্লোল গানাই।
in রাজ্য
গরু ও কয়লা পাচার কান্ডে এবার রাজ্যের তিন আইপিএস অফিসারকে নোটিশ দিলো CBI


