রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৩ তম বার্ষিক সাধারণ অধিবেশনে বড় ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। রইল বিনোদন জগতের জন্যও বড়সড় সুখবর। বুধবার তিনি জানান, এবার রিলায়েন্স জিও নিয়ে আসছে জিওটিভি+ (Jiotv+)। এই অ্যাপটি ওটিটি প্ল্যাটফর্মগুলির এগ্রিগেটর হিসেবে কাজ করবে।
Jio TV+ তে এবার নেটফ্লিক্স, অ্যামাজন, প্রাইম ভিডিও, ভুট, সোনিলিভ, ডিজনি, জিও সিনেমা, জি ফাইভ, হটস্টার-সহ সমস্ত OTT চ্যানেল থাকবে ৷
এর লগ ইনের জন্য আলাদা আলাদা আইডি-পাসওয়ার্ডের দরকার নেই
Jio TV+ তে একটি ক্লিকের মাধ্যমে যে কোনও ওটিটি-তে যা ইচ্ছে তাই দেখতে পাবেন
অনেকটা এমআই স্মার্ট টিভির ধাঁচে তৈরি জিওএটিভি অ্যাপ।
যাঁরা জিও সেটটপ বক্স ব্যবহার রেন তারা যাতে সব ধরনের ওটিটি প্ল্যাটফর্ম স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন তা সুনিশ্চিত করতেই এই অ্যাপের পরিকল্পনা।
Jio TV+ এ দেখা যাবে একাধিক টিভি চ্যানেলও।
Jio TV+ অ্যাপ তৈরি করার জন্য জিও অ্যাপ স্টোর ডেভলপারদের আমন্ত্রণ জানাচ্ছে।
জিও সেটটপ বক্স এখন চলে Android TV 7.0 টেকনোলজিতে। ভবিষ্যতে Android TV 9 Pie ব্যবহার করবে এই অ্যাপটি।
