এবার দেশের সাধারণ নাগরিকদের জন্যও ই-পাসপোর্ট(E-Passport ) চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২০২১ সাল থেকেই এই ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকরা ৷ নতুন পাসপোর্টের আবেদন কিংবা রিনিউয়াল সবক্ষেত্রেই পাওয়া যাবে এই পাসপোর্ট ৷ অনেক বেশি সুরক্ষিত এই পাসপোর্ট দেশের সব নাগরিকদের জন্য চালু করা হলে তা অবশ্যই ভাল খবর ৷
এর আগে ডিপ্লোম্যাট পাসপোর্টের ক্ষেত্রে এরকম ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর যুক্ত পাসপোর্ট ইস্যু করা হলেও এবার তা দেশের সব নাগরিকদের জন্য করারই পরিকল্পনা রয়েছে ভারত সরকারের ৷ দেশের সব পাসপোর্ট কেন্দ্রেই আগামী বছর থেকে এই ধরণের উন্নত এবং ডেটা সুরক্ষিত পাসপোর্টের আবেদন নাগরিকরা করতে পারবেন বলে সূত্রের খবর ৷
ই-পাসপোর্ট কী ? দেখে নিন ভিডিওতে
